প্রকাশিত: Wed, Nov 29, 2023 8:50 PM
আপডেট: Sat, Jul 5, 2025 6:17 AM

[১]গোপালগঞ্জে শেখ হাসিনা ও শেখ সেলিমের পক্ষে মনোনয়নপত্র দাখিল


সাবেত আহমেদ, গোপালগঞ্জ: [২] আনন্দমুখর পরিবেশের মধ্যদিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-০৩ (সংসদীয় আসন-২১৭) আসনে আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং গোপালগঞ্জ-০২ (সংসদীয় আসন-২১৬)আসনে শেখ ফজলুল করিম সেলিমের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেছে দলীয় নেতৃবৃন্দ। 

[৩] বুধবার গোপালগঞ্জ-০৩ আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের কাছে মনোনয়নপত্র দাখিল করেন শেখ হেলাল উদ্দিন এমপি। [৪] এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর চাচা শেখ কবির হোসেন, উপদেষ্টা মন্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও প্রধানমন্ত্রীর প্রধান নির্বাচনী এজেন্ট মো. শহীদউল্লা খোন্দকার, শেখ সালাউদ্দিন জুয়েল এমপি, শেখ সারহান নাসের তন্ময় এমপি, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি নাজমা আক্তার, প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব-০২ গাজী হাফিজুর রহমান লিকু, জেলা আওয়ামীলীগের সভাপতি মাহবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুন্সি আতিয়ার রহমান, পৌর মেয়র শেখ রকিব হোসেন, কোটালীপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, টুঙ্গিপাড়া পৌরমেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।[৫] এরপর বেলা ১টায় গোপালগঞ্জ-০২ সংসদীয় ২১৬ আসনে শেখ ফজলুল করিম সেলিমের পক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের কাছে মনোনয়নপত্র দাখিল করা হয়। এসময় সাংসদ পুত্র কেন্দ্রীয় যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক ব্যারিষ্টার শেখ ফজলে নাঈম, জেলা আওয়ামীলীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজমসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

[৬] জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, গোপালগঞ্জ-৩ আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গোপালগঞ্জ-২ আসনে শেখ ফজলুল করিম সেলিমের মনোনয়নপত্র গ্রহণ করেছি। গোপালগঞ্জ তিনটি আসনের মধ্যে গোপালগঞ্জ-১ আসনে ৪টি, গোপালগঞ্জ-২ আসনে ৫টি এবং গোপালগঞ্জ-৩ আসনে ৬টি মোট ১৫ মনোনয়নপত্র বিভিন্ন দল ও স্বতন্দ্র প্রার্থীর কাছ থেকে পেয়েছি।